জাপানের রাজধানী টোকিওর আটশ’কিলোমিটার পশ্চিমে ওহদা শহরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, এসময় রাস্তায় বিশাল ফাটল সৃষ্টি হয় এবং পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে দেশটির আবহাওয়া এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিলো ১২ কিলোমিটার। তবে এ ঘটনায় সুনামি সতকর্তা জারি করা হয়নি।
এস/