জাপান উপকূলে এক জাহাজ ডুবিতে ছয় চীনা নাগরিকসহ আটজনের প্রাণহানি ঘটেছে। একজন চীনা কূটনীতিক বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে একথা জানান।
ফুকুওকা নগরীতে চীনের কনসাল জেনারেল লু গুইজুন রাষ্ট্রীয় সম্প্রচারক সিজিটিএনকে বলেছেন, আটজনের প্রাণহানি নিশ্চিত হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন চীনা নাগরিক।
খবর এএফপি’র।