জাপান সফরে যাচ্ছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

আগামী ২৯ অক্টোবর রবিবার তিনদিনের জন্য জাপান সফর করবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুর্তেতে।

সফরে জাপানের পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর সাক্ষাত করার কথা রয়েছে।

জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগার বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এনএইচকে।

ফিলিপাইনের প্রেসিডেন্টের সফর আসিয়ান শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকের প্রাক্কালে এই অঞ্চল সহ বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনার জন্য এক ভাল সুযোগ করে দেবে বলে আশা প্রকাশ করেন ইয়োশিহিদে সুগা।

খবরে হলা হয়, নভেম্বর মাসে নির্ধারিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের জোট আসিয়ানের এক শীর্ষ সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করবেন রড্রিগো দুর্তেতে।

আজকের বাজার : এমএম / ২৬ অক্টোবর ২০১৭