জাপানের সম্রাট আকিহিতো অসুস্থতার পর আবারো দায়িত্ব পালন শুরু করেছেন। খবর এএফপি’র।
বৃহস্পতিবার (৫ জুলাই) তিনি মস্তিষ্কে রক্ত সরবরাহের স্বল্পতাজনিত অসুস্থতার জন্য তিনদিন চিকিৎসা নেয়ার পর আবারো কাজ শুরু করেন।
এএফপি’র খবরে বলা হয়, ৮৪ বছর বয়সী এ সম্রাট মাথা ঘোরা ও বমি বমি ভাবজনিত কারণে গত সোমবার থেকে তার দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। সাধারণত মস্তিষ্কে রক্ত স্বল্পতার কারণে এমনটা হয়ে থাকে।
প্রাসাদের মুখপাত্র জানান, সম্রাট বৃহস্পতিবার তার সরকারি প্রাত্যহিক দায়িত্ব পালন করেন।
তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানান।
আজকের বাজার/একেএ