জাপান ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াচ্ছে

জাপান সরকার করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী জরুরি অবস্থার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এর আগে গত ৭ এপ্রিল টোকিও এবং আরো ছয়টি এলাকায় মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। পরে তা পুরো দেশজুড়ে করা হয়। বুধবার ঔ জরুরি অবস্থার মেয়াদ শেষ হচ্ছে।
সংক্রমণ রোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর ধারণা করা হচ্ছে অ্যাবে ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেবেন।
সোমবার দিনের শেষে সংবাদ সম্মেলনে সরকারি সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন তিনি। জাপানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি লোক, মারা গেছে ৫১০ জন।