দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) পূর্বনির্ধারিত ৮ জুলাই-এর প্রতিনিধি সভা স্থগিত করা হয়েছে।
সারাদেশে প্রবল বর্ষণ এবং আবহাওয়া দপ্তরের তথ্যানুসারে আগামী ১০ জুলাই পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনার প্রেক্ষিতে ইউএনএ ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জোটের শরীক শীর্ষ নেতাদের সাথে আলোচনা করে প্রতিনিধি সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইউএনএ জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠানের কথা ছিলো। ইউএনএ'র প্রতিনিধি সভা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিলো। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় সমাপ্তির পথে ছিলো। ইউএনএ জেোটের প্রতিনিধি সভাকে উপলক্ষ্য করে- জোটের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিলো।
কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সার্বিক দিক বিবেচনা করে জোটের চেয়ারম্যান এরশাদ আপাতত প্রতিনিধি সভা স্থগিত রেখেছেন।
পরবর্তীতে সুবিধামতো সময়ে ইউএনএ জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে বলে জোটের প্রধান মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন।
আজকের বাজার: এলকে/এলকে ৫ জুলাই ২০১৭