জাতীয় পার্টির (জাপা) ঢাকা জেলা শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম।
শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্ক মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলনে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি দুর্বল হয়েছে যখন পার্টি থেকে সিনিয়র নেতারা চলে গেছেন, দলের ভাঙনে দুর্বল হয়েছে জাতীয় পার্টি। কারণ আগামী দিনের জন্য জাপাকে প্রস্তুত করতে হবে। দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।
অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দীন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, নাজমা আকতার প্রমুখ।
আজকের বাজার/এমএইচ