আগামী জাতীয় নির্বাচনের জন্য সংসদে দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী তালিকা নিয়ে কয়েকটি মিডিয়ায় মনগড়া, কাল্পনিক ও বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে সাবেক রাষ্ট্রপতি এরশাদের নের্তৃত্বাধীন ক্ষমতার অংশীদারি এই দলটি।
১৫ জুলাই দলের সহ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাফরত জানানো হয়েছে, ওই ধরণের কোনো তালিকা আদৌ প্রণয়ন করা হয়নি। আর জাতীয় পার্টির প্রার্থী তালিকা অন্য কোনো দলের কাছে পৌঁছে দেয়ার তো প্রশ্নই ওঠেনা।
জাতীয় পার্টির মধ্যে একটা বিভ্রান্তি ও ধুম্রজাল সৃষ্টির অপচেষ্টা লিপ্ত হয়ে- ওই ধরনের বানোয়াট খবর প্রচার করা হয়েছে। ওই সব মিথ্যা খবরে বিভ্রান্ত না হবার জন্য পার্টির সর্বস্তরের নেতা-কর্মী- সমর্থকদের প্রতি আহবান জানানো হয়েছে। পার্টির পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ঘোষণা অনুযায়ী জাতীয় পার্টির ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করছে। সেই লক্ষ্যে চেয়ারম্যানের নির্দেশ অনুসারে যারা নির্বাচন করতে আগ্রহী- সেইসব প্রার্থীদের নাম ও জীবন বৃত্তান্ত জমা নেয়া হয়েছে।
তাতে দেখা গেছে- প্রতি আসনে জাতীয় পার্টির গড়ে ৩ জন প্রার্থী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রত্যেক জেলা কমিটির মাধ্যমে তাদের নাম কেন্দ্রে জমা নেয়া হয়েছে। নির্বাচনী ইশতেহার ঘোষণার পর জাতীয় পার্টির প্রত্যেক আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। পার্টির পার্লামেন্টারী বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্যদিয়ে চুড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে। এর বাইরে আর কোনো প্রক্রিয়ায় পার্টির প্রার্থী তালিকা প্রণয়নের সুযোগ নাই।
সুতরাং এ নিয়ে আর কোনো বিভ্রান্তির সুযোগ নেই।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১৫ জুলাই ২০১৭