আল্লাহর রহমতে এরশাদ সরকার প্রধান হবেন

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচন করবে। তিনি বলেন,আল্লাহর রহমতের ছাঁয়াতলে এরশাদ সরকার প্রধান হবেন। এরশাদের হাতের ছোঁয়ায় এদেশের অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ অসংখ্য উন্নয়নের ছোঁয়া রয়েছে দেশের প্রতিটি স্তরে স্তরে।

২৭ জুলাই বৃহস্পতিবার বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সেন্টু’র সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব এসব কথা বলেন। জাতীয় পার্টির অঙ্গীকার, নেতাকর্মীদের ঘাম, নিঃশর্ত পরিশ্রম বৃথা যাবে না, প্রতিদান ভুলার নয়, জাপা নেতাকর্মীদের কেউ দাবীয়ে রাখতে পারবে না। জাপা নেতাকর্মীদের অবদানের কথা চিরদিন মনে রাখবো।

তিনি বলেন, গোটা বাঙ্গালি জাতি উদ্বেলিত হয়েছে। রাজনীতিতে জাতীয় পার্টি এখন বিশাল ফ্যাক্টর। বারবার আলোচনায় আসছে জাতীয় পার্টি, সু-সংগঠিত, শৃঙ্খলীত ও শক্তিশালী একটি নির্বাচন মূখী রাজনৈতিক দল। দীর্ঘ ২৬ বৎসর যাবত প্রতিকূল অবস্থায় নির্বাচনে মানুষের সমর্থন পেয়ে আসছে জাপা। এরশাদ জেলে থেকেও নির্বাচনে পাঁচ-পাঁচটি আসনে দুই দুই বার জয়লাভ করেছেন। দু’টি দলের বারবার আঘাতের পরেও ৯ বৎসর মানুষের জন্য সেবা দিয়েছেন, সু-শাসন দিয়েছেন, সংস্কার করেছেন, উন্নয়ন করেছেন।

দেশে এবং দেশের বাহিরেও ২৩ জুলাইয়ের গণসংবর্ধনায় মানুষ হতবাগ হয়েছে। নির্বাচনে জাতীয় পার্টিকে মানুষ ভোট দিবে। জাতীয় পার্টির সু-শাসনের স্বর্ণালী যুগ দেশের মানুষ ফিরে পেতে চায়। আধুনিক বাংলা গড়ার জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হও। মাননীয় চেয়ারম্যান এর প্রতি দেশের এবং বিদেশের মানুষের সমর্থন থাকবে। ২৩ জুলাই বিমান বন্দরে গণসংবর্ধনায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতর জন্য শুভেচ্ছা জানান দলীয় মহাসচিব।

সভায় বক্তব্যে রাখেন, মাননীয় চেয়ারম্যান এর উপদেস্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজদা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য গোলাম মোস্তফা, জাতীয় পার্টি রামপুরা থানা সভাপতি আবুল খায়ের, তেজগাঁও থানার সভাপতি সিরাজুল ইসলাম, বিমান বন্দর থানার সভাপতি মোঃ ইসমাইল, শাহাআলী থানার আহ্বায়ক মোহাম্মদ আলী খান, ভাটারা থানার সাংগঠনি সম্পাদক মজিবুর রহমান লিটনসহ আরো অনেকে।

মহাসচিব বলেন, আগামী ২৯ জুলাই শনিবার জাতীয় পার্টির যৌথ সভায় মাননীয় চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, বিশ্বাস ও আস্থা রাখুন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর উপর। জাতীয় পার্টি এখন ফ্যাক্টর, তোমাদের আরো তৃণমূলে সাংগঠনিক ভাবে সু-সুংগঠিত হতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, আমানত হোসেন আমানত, যুগ্ম-মহাসচিব জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা- সুমন আশরাফ, রেজাউল করিম, হেলাল উদ্দিন, ডাঃ সেলিমা খান, আব্দুস সাত্তার গালিব, মামুনুর রহমান, জহিরুল ইসলাম মিন্টু, সহ প্রমুখ।

আজকের বাজার: এলকে/এলকে ২৭ জুলাই ২০১৭