জাপা নেতা মাসুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জাপা নেতা মাসুদ চৌধুরী আরোগ্য কামনায় দেশের সর্বত্র দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর সিনিয়র পেশ ইমাম হযরত মাওলানা মোহিবুল্লাহ বাকী নদভী’র পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে জাতীয় পার্টির অসংখ্য নেতা-কর্মী ও মুসল্লি উপস্থিতি ছিলেন।

রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদের ইমাম মাওলানা আহম্মদ রেজা বিশেষ দোয়া করে মোনাজাত করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তাপিত জাপা নেতা মাসুদ চৌধুরী’র রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিতি হন। এতে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় নেতাকর্মী ও কর্মচারীরাও।

এছাড়াও শাহী জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত দোয়া মাহফিলে জাপা’র অসংখ্য নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জাপা নেতা মাসুদ চৌধুরী’র নিজস্ব বাসভবনে অনুরূপ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে আহমেদুর রহমান চৌধুরী ফাউন্ডেনের পরিচালকদ্বয় মুহাম্মদ মামুনুর রহমান চৌধুরী, মুহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের সদস্য (গণসংযোগ) সাংবাদিক মুহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাড. খুরশিদ আলমসহ অসংখ্য সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন।

এছাড়া মাসুদ চৌধুরীর নিজ নির্বাচনী এলাকা হাটহাজারী পৌরসভাস্থ অসংখ্য মসজিদ-মাদ্রাসা-এতিমখানা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ধর্মীয় সংগঠন খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাটহাজারী উদুদিয়া মাদ্রাসাস্থ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আহমেদুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের উপদেষ্টা প্রফেসর সৈয়দ আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে অসংখ্য মানুষের উপস্থিতিতে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। হাটহাজারী পৌরসভাস্থ চেয়ারম্যান বাড়ী, চৌধুরী মঞ্জিল, চেয়ারম্যান ভবন, চেয়ারম্যান কমপ্লেক্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাটহাজারী পূর্ব মোহাম্মদপুরস্থ নূরানী শাহী জামে মসজিদেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও বোয়ালখালী জেলা জাতীয় পার্টির সভাপতি আমান উল্লাহ আমান এর তত্ত্বাবধানে চট্টগ্রামের বোয়ালখালী হিতাচর রহমানিয়া দরবার শরীফ অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির অসংখ্য নেতৃবৃন্দ, দরবারের অসংখ্য ভক্ত, সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। কক্সবাজার সদরস্থ ফোকখালী গ্রামে হাফেজ মাওলানা আনোয়ার হোসেইন এর তত্ত্বাধানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে এক বিবৃতিতে জাতীয় পার্টি নেতা মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী (মাসুদ চৌধুরী) জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও দেশবাসীর কাছে রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।