জঙ্গি হামলায় আহত অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষ্ঠান চলকালে এক যুবকের হামলায় গুরুতর আহত হন জাফর ইকবাল।
আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেঅয়া হয়। পরে সেখান থেকে আনা হয় ঢাকা সিএমএইচে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজকেরবাজার/এমকে