জনপ্রিয় লেখক, হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা ফজলুর রহমান ও তার চাচা আবুল কাহার লুলইকে আটক করা হয়েছে।
গতরাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া গ্রামে হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তালাবদ্ধ বাসার ভেতর থেকে হামলাকরীর মামাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এ সময় ফয়জুরের বাসা থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়।
অপরদিকে ফয়জুলের চাচাকে সুনামগঞ্জের দিরাই উপজেলার কলিয়ার কাপন থেকে আজ রোববার ভোরে তাকে আটক করা হয়। র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার ফয়সল আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএম/