জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গণজমায়েত করবে ১৪ দল

স্বাস্থমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে আগামী ২০ মার্চ শহিদ মিনারে গণজমায়েত করবে ১৪ দল।

বৃহস্পতিবার ৮ মার্চ দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলাই প্রমাণ করছে অশুভ শক্তি পুনরায় মাথাচারা দিয়ে উঠছে। এদের মোকাবেলায় আগামী ৩০ মার্চ রংপুরে সমাবেশ করা হবে। পর্যায়ক্রমে অশুভ শক্তির বিরুদ্ধে সিলেট ও যশোহরে সমাবেশ করবে ১৪ দল।

স্বাস্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করার অপচেষ্টার কারণে অশুভ শক্তি মাথাচারা দিয়ে উঠছে। ২০১৪ সালের মত একাদশ সংসদ নির্বাচনকে বানচাল করতে চায়। ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করে যাবে।

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্বাস্থমন্ত্রী। ফেরদৌসী প্রিয় ভাষিণীর মৃত্যুতে শোক প্রকাশও করেন।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, ১৪ দলের নেতা শরিফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।

আরএম/