সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল গ্রামে ছৈলাখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি কুপ থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, দুপুরে একটি কুপ খননের সময় স্থানীয়রা ৮০ এম এম এ মর্টার শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে। মর্টার শেলটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। এটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।
সূত্র- ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার