বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত

জাবালে নূরের চালক-হেলপার আটক

দুই বাসের রেষারেষিতে জাবালে নূর পরিবহনের চাপায় ২ কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় তিনটি বাসের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব-১।

রোববার রাত ও সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সোমবার (৩০ জুলাই) র‌্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে গতকাল জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত হয় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম।

এর আগে এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করা হয়। রোববার (২৯ জুলাই) রাত ৮ টায় নিহত দুই শিক্ষার্থীর পরিবার থেকে ক্যান্টনমেন্টে থানায় অজ্ঞাত নামে আসামি করে মামলাটি করে।

আরএম/