ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করে। এ সময় তারা দাবি জানান, জাবালে নূর মালিকের মুক্তি ও মৃত্যুদণ্ড আইন বাতিল করতে হবে।
এর আগে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেজিস্ট্রেশন বাতিল করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শিক্ষার্থীদের চাপা দেওয়া জাবালে নূরের ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ বাসটির মালিক মো. শাহাদাৎ হোসেনকে আটক করে র্যাব।
প্রসঙ্গত, গত রোববার রাজধানীর এয়ারপোর্ট সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় দুই চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
আজকের বাজার/এমএইচ