জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের অবস্থান ধর্মঘট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য শরিফ এনামুল কবিরের অনুসারী আওয়ামী লীগ পন্থী শিক্ষকরা পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে।

বুধবার সকাল ১১টা থেকে ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ ও প্রক্টরিয়াল বডির অপসারণের’ দাবিতে তারা এ অবস্থান ধর্মঘট পালন করেন।

ধর্মঘট পালনকারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের গেটগুলো বন্ধ করে সেখানে অবস্থান নেন । ফলে প্রশাসনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে।

ধর্মঘট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। কর্মসূচি শেষে প্রশাসনিক ভবনের সামনের সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবস্থান ধর্মঘটে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নাঈম/আরএম