উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীরা বুধবার বলেছেন, তার দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবনের পাশ থেকে অবস্থান তুলে নেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরবর্তী আন্দোলন আরো জোরালো করতেই সাময়িকভাবে রাতের কর্মসূচি স্থগিত করা হয়। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলন ফের শুরু করে তারা।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষক অধ্যাপক রাইহান রাইন বলেন, এই অশালীন ভিসির বিরুদ্ধে শালীনভাবে আন্দোলন করবো আমরা। এই বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। ভিসির সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে আমরা তার অপসারণের আন্দোলন চালিয়ে যাব।
দুর্নীতির অভিযোগ ওঠা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে সোমবার রাতে শিক্ষার্থীদের একাংশ তার বাসভবন অবরোধ করলে মঙ্গলবার তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এরপরই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়।
এ ঘটনায় আন্দোলনকারী ছাত্র, শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।
আজকের বাজার/এমএইচ