সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত ‘পতাকা মিছিল’ শুরুর প্রস্ততিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আন্দোলনকারীদের সংগঠনের আহ্বায়ক শাকিলুজ্জামানকে তুলে নিয়ে গেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (০২ জুলাই) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ‘পতাকা মিছিল’ শুরুর প্রস্ততি নিচ্ছিল জাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় শাকিলকে তুলে নেওয়া হয় এবং একই সময় সেখানে থাকা আন্দোলনের আরেক কর্মী রাজিব আহমেদকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতারাকমীদের বিরুদ্ধে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শাকিলুজ্জামানকে নিজেদের কাছে আটকে রেখেছে ছাত্রলীগ।
এদিকে বিপুল পরিমান ছাত্রলীগের নেতা-কর্মী লাইব্ররির সামনে অবস্থান নিতে দেখা যাচ্ছে। ঘটনাস্থলে প্রক্টরিয়াল ও নিরাপত্তার শাখার কয়েকজনকে দেখা গেলেও শাকিলকে তারা উদ্ধার করেনি।
এ বিষয়ে প্রক্টর সিকদার জুলকারনাইন বলেন, কাউকে তুলে নওয়ার ঘটনা শুনিনি। এমনটা হলে আমরা ব্যবস্থা নেব।
আজকের বাজার/এমএইচ