সরকারি চাকরিতে দ্রুত কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারিসহ চার দফা দাবিতে ‘মুখে কালো কাপড় বেধেঁ’ মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ জুলাই) ক্যাম্পাসের মুরাদ চত্ত্বর-পুরাতন রেজিস্ট্রার ভবনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
অন্যান্য দাবিগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেওয়া, আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার করা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের হুমকিদাতাদের শাস্তি নিশ্চিত করা।
প্রায় দেড়’শ শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন হয়। তারা এ সময় ‘স্বাধীনতা মানে কী ধর্ষণের হুমকি!’, ‘মামলা মামলা মামলা, গায়ের উপর আবার হামলা’, ‘চাইলাম সংস্কারের কোটা, পাইলাম ভাতের খোটা’ ইত্যাদি প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়ান।
এ সময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল উজ্জামান বলেন, ‘আন্দোলনে গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তি দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা এটা দেশের ছাত্রসমাজের দাবি।’
আন্দোলনে সন্ত্রাসী হামলা ও ক্যাম্পাসের ছাত্রীকে ধর্ষণের হুমকিদাতাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানায় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
নাঈম/রাসেল