জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্থগিত সিন্ডিকেট অধিবেশন না হওয়া পর্যন্ত নতুন কোন নিয়োগ দেওয়া হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে উপাচার্য বিরোধী আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশ।
রোববার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র সম্পাদক ও মুখপাত্র ফরিদ আহমেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে তিনি বলেন,গত ১৭ মে ২০১৮ তারিখে পরিবহন অফিসে দায়িত্বপালনকারী ভারপ্রাপ্ত শিক্ষক ড. মো. শরিফ হোসেন এবং অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক ড. মো. এজহারুল ইসলামকে অব্যাহতি প্রদান করা হয়। অথচ তাদের মেয়াদপূর্ণ হওয়ার আগেই নিয়োগ দেওয়া হয়েছে বিতর্কিত দু’জনকে।
এ কাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, স্থগিত সিন্ডিকেট অধিবেশন না হওয়া পর্যন্ত নতুন কোন নিয়োগ দেওয়া হলে তা প্রতিহত করা হবে। আর এ অগণতান্ত্রিক নিয়োগ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় এই উদ্ভূত পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।
এ সব অনিয়মের প্রতিবাদে আগামী ২২ মে সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি ও উপাচার্য অফিস ঘেরাও এবং দাবিসমূহ বাস্তবায়িত না হলে ১ জুলাই হতে লাগাতার কর্মসূচিও পালন করা হবে বলেন জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, অধ্যাপক মো. আলমগীর কবির, অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মো. খবির উদ্দিন প্রমুখ।
নাঈম/রাসেল