জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (www.ju-admission.org) এই ফলাফল প্রকাশ করা হয়।
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাশেদা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল ভর্তি পরীক্ষার শেষ দিনে সর্বমোট ছয়টি শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মোট আসনের দশগুণ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
এ বছর সমাজবিজ্ঞান অনুষদে ৩২৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৯ হাজার ৮৩৩ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়েছে ১৫৩ জন ভর্তিচ্ছু।
আজকের বাজার/এমএইচ