জাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান শনিবার বলেন, “এবছর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৬ হাজার ২৫৮টি। ফলে প্রতি আসনের জন্য লড়বে ১৬২জন।”

“এবছর জীববিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। মোট ৭২ হাজার ৯শ’ ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে এই অনুষদের জন্য।”

সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, “পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তায় ১৫৬জন পুলিশ, সাদা পোশাকধারী গোয়েন্দা ও এনএসআই দায়িত্বে থাকবে। এছাড়াও অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে দায়িত্ব পালন করবে ভ্রম্যমান আদালত।”

জাবির অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আইআইটি অনুষদের সহযোগী অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেন, “প্রতিদিন পাঁচ থেকে ছয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল নয়টায় শুরু হবে।”

“পরীক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে যোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস বহন করতে পারবে না।”

তিনি জানান, পরীক্ষার প্রথম দিন ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ), দ্বিতীয় দিন ‘এ’ ইউনিটের বাকি অংশ ও ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২ অক্টোবর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের বাকি অংশ এবং ‘আই’ ইউনিটের (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা হবে।

“৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ৮ অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), ৯ অক্টোবর ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা) ও ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) এবং ১০ অক্টোবর ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

আজকের বাজার/এমএইচ