জাবিতে ভিসির অপসারণ আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসাণের দাবিতে চলমান আন্দোলনে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভিসির বাস ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে গতকাল সোমবার রাতে ভিসির পদত্যাগের দাবিতে তার বাসার সামনে অবস্থান নিয়ে বাসভবন অবরোধ করে ভিসি অপসারণের আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা। অপরদিকে পাশেই অবস্থান নেয় ভিসির পক্ষের শিক্ষক ও কর্মচারীরা।

দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে ভিসির বাসভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। দুপক্ষ তর্ক-বিতর্ক থেকে শুর করে সংঘর্ষেরও ঘটনাও ঘটেছে।

আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন জানিয়েছেন, উপচার্যপন্থী শিক্ষক এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে বাসভবন থেকে বের করে আনতে চাইছেন। এতে বাঁধা দিচ্ছেন বিক্ষোভকারীরা। উপচার্য অপসারিত না হওয়া পর্যন্ত তাকে বাসভবনে অবরুদ্ধ করে রাখা হবে।

আজকের বাজার/এমএইচ