জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসাণের দাবিতে চলমান আন্দোলনে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভিসির বাস ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে গতকাল সোমবার রাতে ভিসির পদত্যাগের দাবিতে তার বাসার সামনে অবস্থান নিয়ে বাসভবন অবরোধ করে ভিসি অপসারণের আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা। অপরদিকে পাশেই অবস্থান নেয় ভিসির পক্ষের শিক্ষক ও কর্মচারীরা।
দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে ভিসির বাসভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। দুপক্ষ তর্ক-বিতর্ক থেকে শুর করে সংঘর্ষেরও ঘটনাও ঘটেছে।
আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন জানিয়েছেন, উপচার্যপন্থী শিক্ষক এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে বাসভবন থেকে বের করে আনতে চাইছেন। এতে বাঁধা দিচ্ছেন বিক্ষোভকারীরা। উপচার্য অপসারিত না হওয়া পর্যন্ত তাকে বাসভবনে অবরুদ্ধ করে রাখা হবে।
আজকের বাজার/এমএইচ