শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবিতে মৌন মিছিল

??????????????????????????????????????

কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামন থেকে মিছিলটি শুরু হয়। পরে কলা ও মানবিকী অনুষদ, রেজিস্ট্রার ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় প্রায় এক শতাধিক শিক্ষার্থী সহ উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক ড. মানস চৌধুরী ও অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস।

আজকের বাজার/নাঈম/মেহেদী