জাবিতে রামপাল-রূপপুর: বিকল্প উন্নয়নের বয়ান’ শীর্ষক আলোচনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘রামপাল-রূপপুর: বিকল্প উন্নয়নের বয়ান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনা নিয়ে বুধবার (৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হবে।

তবে বৃষ্টি সাপেক্ষে আলোচনা সভাটি নতুন কলা ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহম্মদ। এছাড়াও মওদুদ রহমান এবং মাহা মির্জা আলোচনা করবেন।

আলোচনা শেষে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের পরিবেশনায় থাকছে পটের গান ও গণসংগীত।

নাঈম/রাসেল