জাবিতে শিক্ষকদের হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তদন্ত কমিটি সম্পর্কে ভিসি আরো বলেন, উক্ত ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রফেসর হারুন অর রশীদ খান, সদস্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর আবুল কালাম আজাদ ও সদস্য সচিব ডেপুটি রেজিস্টার (টিচিং) মোহাম্মদ আলী। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় পরিবহন ডিপোতে ভিসি প্রফেসর ফারজানা ইসলাম এবং সাবেক ভিসি প্রফেসর শরীফ এনামুল কবিরের অনুসারী শিক্ষকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

ভিসির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের অভিযোগে ডাকা ধর্মঘটের অংশ হিসেবে পরিবহণ ডিপোতে তালা দেওয়া এবং তাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ওই পরিস্থিতির সৃষ্টি হয়।

আরএম/