জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটের ৩৭-তম বার্ষিক অধিবেশন আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অধিবেশনটি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে অধিবেশন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সিনেটের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির মধ্যে রয়েছে সিনেট সভাপতির ভাষণ ও আলোচনা এবং ট্রেজারার প্রফেসর শেখ মো. মনজুরুল হকের ২০১৭-২০১৮ অর্থ বছরের সংশোধিত ও ২০১৮-২০১৯ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন।
অধিবেশন সফল করার জন্য ভিসি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আরএম/