জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন (নিচু বটতলা) রাফি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুই দোকান কর্মচারীর ধস্তাধস্তির ঘটনায় একজন নিহত হয়েছেন।
বুধবার (০২ আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ওই দোকান কর্মচারীর নাম রুবেল মিয়া। তার বাড়ি চাঁদপুর। অভিযুক্ত রিয়াজ ঘটনাস্থল থেকে পলাতক রয়েছে। তার বাড়িও চাঁদপুর বলে জানা গেছে।
পুলিশ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, নিহত ওই যুবক বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় রাফি হোটেলের মালিক হযরতের দোকানের কর্মচারী ছিলেন। রাতে রুবেল ও রিয়াজ ওই হোটেলেই থাকতেন। পরে রাতের যেকোনো সময় ঝগড়ার জের ধরে রুবেলকে পিটিয়ে হত্যা করেন রিয়াজ। পরে সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়াল বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের বাজার/এমএইচ