জাবির প্রশাসনিক ভবন অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশ প্রশাসনিক ভবন অবরোধ করেছে। ৭ দফা দাবিতে শিক্ষকরা এ কর্মসূচি পালন করে।

বিধি অনুযায়ী আইন অনুষদের ডিন নিয়োগ ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতির দায়িত্ব প্রদানের নতুন দু’টি দাবিসহ তাদের মোট ৭টি দাবি রয়েছে। তাদের অন্যান্য দাবিগুলো হলো-উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, উপাচার্য প্যানেল ও জাকসু নির্বাচন, শিক্ষক লাঞ্ছনার বিচার করা।

মঙ্গলবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভবনের সামনে অবস্থান নেওয়ার ফলে বন্ধ ছিল প্রশাসনিক ভবনের সকল কার্যক্রম।

দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি লাগাতারভাবে চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

গত ১৭ এপ্রিল থেকে উপাচার্যের অ্যাক্ট বিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশ।

নাঈম/রাসেল