জাবির সিনেট অধিবেশন প্রতিহতের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশ আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল আয়োজন সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তবে অনুষ্ঠিতব্য এ অধিবেশন প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের (একাংশ) সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।’

বুধবার (২৬ জু) বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অফিসের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানিয়ে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার বলেন, ‘সিনেটরদের মধ্য থেকে ৩ জন সিন্ডিকেট সদস্য নির্বাচনের বিষয়টি সিনেট অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ, শিক্ষকদের উপর হামলার বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও তার সুষ্ঠু বিচার, উপাচার্যের ধারাবাহিকভাবে বিভিন্ন এ্যাক্ট বিরোধী কর্মকাণ্ড বন্ধ এবং সম্প্রতি অব্যাহতি দেওয়া ২ জন সিন্ডেকেট সদস্যকে স্বপদে বহাল রাখা না হলে বিশ্ববিদ্যালয়ে কোন সিনেট ও সিন্ডিকেট অধিবেশন বসতে দেওয়া হবে না।’

মূখপাত্র ও সম্পাদক ফরিদ আহমেদ বলেন, ‘আমাদের সংগঠনের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট, সিনেটর ও শিক্ষকগণ অধিবেশনের দিন সকাল ৮ টা থেকে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সিনেট তা প্রতিহত করবে।’

এদিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সিনেট অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। অধিবেশন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধও  জানিয়েছেন তিনি।

কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক সিনেট অধিবেশনে ২০১৭-২০১৮ অর্থবছরের সংশোধিত ও ২০১৮-২০১৯ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করবেন বলেও জানিয়েছে জনসংযোগ অফিস।

নাঈম/রাসেল/