জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। ১৯৭১ সালে এই দিনেই বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রাকৃতিক সৌন্দর্য ও শীতের অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে সুখ্যাতি পাওয়া বিশ্ববিদ্যালয়টির রয়েছে সাতশ’ একরের সবুজ ক্যাম্পাস।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সেলিম আলদীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
দিনব্যাপী এ আয়োজনে থাকছে নানা কর্মসুচি। সন্ধ্যায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের একক সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসুচি শেষ হবে।
আজকের বাজার/এমএইচ