জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, টেকশই উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ জরুরি। বর্তমান সরকার এ জন্য পরিবেশের ওপর বিশেষ গুরুত্বরোপ করেছে।
মন্ত্রী বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক।
সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিভাগীয় ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এমাদুল হুদা, বিভাগীয় শিক্ষক ড. এ কে এম রাশিদুল আলম।
আরএম/