জাবি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, আহত ৫০

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলন পরিষদ ঘোষিত কর্মসূচি মোতাবেক ক্লাস বর্জন করে ঢাকা-আরিচা মহসড়ক অবরোধ করে আন্দোলনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর  টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। পাল্টা প্রতিরোধ করতে যায় শিক্ষার্থীরা। এতে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়।।

জানা যায়, সোমবার সকাল ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল আর রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এছাড়া শিক্ষার্থীদের ওপর জল কামানও ছোঁড়া হয়। এতে  ৫০ শিক্ষার্থী আহত হয়অ

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, সোমবার সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী থেকে মিছিল নিয়ে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সেখানে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে। এতে কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হঙে যায় শিক্ষার্থীরা। পরে আবারও তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়।

আহতরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।

নাঈম/রাসেল