জামদানি পল্লী পরিদর্শনে ২৯ রাষ্ট্রের ১২১ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ নোয়াপাড়া জামদানি পল্লী পরিদর্শন করেছেন ট্যুরিজম মিনিস্টার কনফারেন্স ইন টেকনিক্যাল ট্যুর প্রতিনিধিদল। ওআইসি-ভুক্ত ২৯টি দেশের ১২১ জন প্রতিনিধি বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জামদানি পল্লী ও মুড়াপাড়া জমিদার বাড়ি পরিদর্শন করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রয় জানান, ওআইসি সম্মেলনের ১০তম সেশনে বাংলাদেশকে ২০১৯ সাল পর্যন্ত পরিচালনা বোর্ডের চেয়াম্যানের দায়িত্ব দেয়া হয়।

এ সম্মেলনে রাজধানী ঢাকাকে ট্যুরিজম সিটি ঘোষনা করা হয়। এ সম্মেলেনে ৭ম দিনে ট্যুরিজম মিনিস্টার কনফারেন্স ইন টেকনিক্যাল ট্যুর উপলক্ষে ১২১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একে এম শাহজাহান কামাল, সচিব এস এম গোলাম ফারুক, পর্যটন করপোরেশন বোর্ডের চেয়ারম্যান আক্তারুজ্জামান খান কবির, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএন) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আবদুল্লাহ আল মাসুদ, তারাব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন, তারাব পৌর সচিব তাজুল ইসলাম, বিসিকের এজিএম বদিউজ্জামান, কমিশনার আনোয়ার হোসেন প্রমুখ।

আজকের বাজার: সালি / ০৮ জানুয়ারি ২০১৭