তীব্র কম্পনে কেঁপে উঠল জামাইকা ও কিউবা৷ মঙ্গলবার মিয়ামির অদূরে, জামাইকা থেকে ৮০ মাইল দূরে, লুসিয়ার উত্তর-উত্তরপূর্বাঞ্চলে ১২৫ কিমি দূরের এলাকায় মারাত্মক ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। তবে প্রাণহানির কোনও খবর নেই৷
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের কথায়, ভূমিকম্পের পর ওই এলাকায় পর পর আফটারশক হয়৷ রিখটার স্কেলের আফটার শকের মাত্রা ছিল ৬.১। আতঙ্কিত হয়ে মানুষ রাস্তায় নেমে পড়েন৷
আজকের বাজার/লুৎফর রহমান