নিষিদ্ধ ঘোষিত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দিবাগত রাত ১০ টার দিকে রাজধানীর গুলিস্তান ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ সকাল সাড়ে ১০ টায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বাসসকে জঙ্গি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।