মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিলাম। তারা এটি একটু সংশোধন করার জন্য বলেছে। আইনটি আমাদের কাছে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আবারও আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেব, যাতে এটা মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপন করা হয়।’
এছাড়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে বলেও জানান আনিসুল হক। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ