জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গামারিয়া ইয়ার হোসেনের আখ ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবতীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যুবতীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার লাল রঙের সেলোয়ার কামিছ পরিহিত গলায় ওরনা প্যাঁচানো ছিল। পুলিশের ধারনা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি একেএম আমিনুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ