জামালপুরের ছনকান্দায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেনে আরও পাঁচজন।
বুধবার (১৩ জুন) সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘ টনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. নূরউদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতদের একজন হলেন জেলা শহরের মুন্সিপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪২)।
এছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে, যার বয়স আনুমানিক আট বছর।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, ময়মনসিংহ থেকে দুটি অটোরিকশা জামালপুর যাওয়ার সময় ময়মনসিংহগামী ট্রাকের সাখে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সাতজন আহত হন। আহতদের জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইজনের মৃত্যু হয়।
আহত অন্যদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
আজকের বাজার/এসএম