জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে নিহত হয়েছে পাঁচ শিশু। বৃহস্পতিবার, ২৫ জুলাই বেলা ১২টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুবর্ণা (১৮)ও তার বোন ঝুমা (১০)। এই দুজন কালিকাপুর গ্রামের খবিরউদ্দিনের মেয়ে। অন্য তিনজন হল- জান্নাত বেগম (১০) রতশি (১০) ও অন্তরা (১৬)। তাদের বাড়িও একই এলাকায়। শেষের তিন জন সুবর্ণার খালাত বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, চারপাশে বন্যার পানি ওঠায় পারাপারার জন্য পরিবারের সদস্যরা ভেলা ব্যবহার করতেন। বৃহস্পতিবার ওই ভেলায় ওঠে খেলতে যায় একই বাড়ির ওই পাঁচ শিশু। এসময় ভেলা উল্টে গিয়ে তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, বেলা ১১টার দিকে উপজেলার আলনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে নিখাই বিলে বানের পানিতে ভেলা নিয়ে খেলতে যায় নয় তরুণী ও শিশু।
এ সময় ভেলাটি উল্টে পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও দুই বোনসহ পাঁচজন নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মরদেহ থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আজকের বাজার/এমএইচ