জামালপুরে বয়লার বিস্ফোরণে ২ জন নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলার বাঘাডুবা গ্রামে বয়লার বিস্ফোরণে মিন্ট ও আবদুল করিম নামের ২ জন নিহত হয়েছেন।

রোববার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঘাডুবা গ্রামের নওশের আলীর ছেলে মিন্ট (৩৫) ও আবদুল করিম (৩৬)। আবদুল করিমের বাড়ি শেরপুর জেলায়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘাডুবা গ্রামের আবুল কালাম আজাদের চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মিন্টু ও আবদুল করিম নিহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাজার/একেএ