জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ করে দেওয়ায় মঙ্গলবার ১৬ মে সারা দেশে 'শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি' দিয়েছে দলটি।
সোমবার এক যৌথ বিবৃতিতে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন ।
বিবৃতিতে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নির্দোষ দাবি করে তার মুক্তির দাবি জানান তারা।
এরআগে সকালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের রিভিউ আবেদন খারিজ করে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আগের রায় বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজকের বাজার: আরআর/ ১৫ মে ২০১৭