রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর ৪০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ মে) দুপুরে পূর্ব শেওড়াপাড়ার একটি ভবনের চারতলার ফ্ল্যাটে অভিযান চালান কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বলেন, গোপন সুত্রে শেওড়াপাড়ার একটি ভবনের চারতলার ফ্ল্যাটে অভিযান চালাই। সেখানে এই ৪০ জন বসে নাশকতার পরিকল্পনা করছিল।
তিনি বলেন, আমরা খবর নিয়ে জানি ফ্ল্যাটটি বেশ কিছুদিন ধরে খালি ছিল। ফ্ল্যাটের মালিক এখনও পলাতক।আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।
আজকের বাজার/আরআইএস