একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সদস্য ‘ধানের শীষের’ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (রবিবার) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
জামায়াত সদস্যদের ২২ জন বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক এবং অন্য তিনজন ‘স্বতন্ত্রভাবে’ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে, গত ১৮ ডিসেম্বর তিন কার্যদিবসের মধ্যে জামায়াতে ইসলামীর ২৫ জন সদস্যের প্রার্থিতা বাতিল করার জন্য করা আবেদনের নিষ্পত্তি করার নির্দেশ দেন হাইকোর্ট।
নির্বাচনে ওই প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন চার ব্যক্তি।
প্রসঙ্গত, হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয়। এরপর ইসি চলতি বছরের ২৯ নভেম্বর চূড়ান্তভাবে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তথ্য-ইউএনবি