জামিনে ছাড়া পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান পঙ্কজ রায়। সাড়ে ৮ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি জামিন পান।
২০ নভেম্বর সোমবার বিকালে পঙ্কজ রায়কে মুখ্য মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে হাজির করা হলে সেখানে শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করা হয়। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বয়স বিবেচনায় বিচারক তাকে জামিন দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, পঙ্কজ রায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা ছিল।
গতকাল রোববার রাত থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে তার বাড়ি ঘিরে রাখা হয়। বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। তবে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল আজ সকালে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, দুদকের পক্ষ থেকে গতকাল রমনা থানায় পঙ্কজ রায়ের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য গতকাল রাত ১০টায় পঙ্কজ রায়ের বাসায় যায় দুদক কর্মকর্তারা।
আজকের বাজার:এলকে/এলকে ২১ নভেম্বর ২০১৭