জামিনে বাধা নেই শামসুজ্জামান দুদুর

রাজধানীর রমনা থানায় করা এক মামলায় বিএনপির ভাইস-চেয়ারমান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে দুদুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। পরে অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন ব্রেকিংনিউজকে বলেন, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় তার মুক্তি পেতে আর কোন বাধা নেই।

গত ৮ ফেব্রয়ারি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর রমনা থানায় শামসুজ্জামান দুদু সহ-বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

উল্লেখ্য, বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এমআর/