জামিন চাইতে আদালতে যাবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে ৩ মাস পর গতকাল দেশে ফিরেছেন তিনি।
১৯ অক্টোবর বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগের এক মামলায় আদালতে হাজিরার তারিখ রয়েছে। সকালে বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে জামিন চাইবেন তিনি।
যুক্তরাজ্যে থাকতেই ঢাকা ও কুমিল্লায় নাশকতা, দুর্নীতি ও মানহানির পাঁচটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। হঠাৎ করে দুই দিনে এসব মামলায় আদালতের পরোয়ানা জারির প্রেক্ষাপটে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা ছিল। গ্রেপ্তারের আশঙ্কা থাকলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে পরস্পরবিরোধী বক্তব্য চলছিল।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই খালেদা জিয়া যুক্তরাজ্যে যান। তিন মাসের বেশি সময় তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চোখ ও পায়ের চিকিৎসা নেন।
আজকের বাজার:এলকে/এলকে ১৯ অক্টোবর ২০১৭