জামিন পেলেন কুসিক মেয়র সাক্কু

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম মেয়র মনিরুল হক সাক্কু আদালতে আত্মসমর্পণ করে দুদকের দায়ের করা মামলায় ২৪ মে পর্র্যন্ত জামিন পেয়েছেন।
মঙ্গলবার ৯, মে ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির ১০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে এ জামিন মঞ্জুর করেন।
এই দিন বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করেন মনিরুল হক সাক্কু।
গত ১৮ এপ্রিল সাক্কুর বিরুদ্ধে গ্রেপতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এ অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলাটি করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তিনি।

আজকের বাজার:এএস/এলকে/০৯ মে,২০১৭