অবশেষে জামিন পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। দুদিন কারাভোগের পর আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা দিকে এ অভিনেতার জামিন আবেদন মঞ্জুর করেন যোধপুর আদালত।
এসময় আদালতে উপস্থিত ছিলেন বিচারক রবীন্দ্র কুমার জোশী। এদিন সকাল সাড়ে ১০টার দিকে যোধপুর আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয়।
তখন আদালত প্রথমে জামিনের রায় দুপুর আড়াইটায় দেওয়ার কথা বলেন। পড়ে তা আরো ১ ঘণ্টা বাড়িয়ে দুপুর সাড়ে ৩টা করা হয়।
রায়ের সময় আদালতে সালমানের আইনজীবীসহ উপস্থিত ছিলেন তার দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মা। তাদের আদালতে নিয়ে আসেন সালমানের দেহরক্ষী শেরা।
এস/